Naya Diganta

শেরপুরে পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শেরপুরে শ্রীবরদী উপজেলার বরইকুচি গ্রামে নিখোঁজ শিশুর লাশ শুক্রবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত আমেনা খাতুন আনিকা (৬) শেরপুর সদরের চরশেরপুর গ্রামের আমির আলীর মেয়ে।

শ্রীবরদীর সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম চিনি জানান, বৃহস্পতিবার শিশু আনিকা তার মায়ের সাথে বরইকুচি গ্রামে নানা আব্দুল আউয়ালের বাড়িতে বেড়াতে আসে। বিকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে আনিকা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে দুটি বড় পুকুর থাকায় স্বজনরা সেই পুকুরের পানিতে ডুবে যাওয়ার সন্দেহ করে পুকুর দুটিতে নেমে অনুসন্ধান চালালেও কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার ভোরে দমকল বিভাগের জামালপুরের ডুবুরি দলকে সংবাদ দেয়া হলে ডুবুরি রফিকুল ইসলামের নেতৃত্বে পুকুর দুটিতে অনুসন্ধান চালানো হয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে একটি পুকুর থেকে শিশু আনিকার লাশ উদ্ধার করে ডুবুরিরা। সূত্র : ইউএনবি।