Naya Diganta

কাল বিএনপির প্রতীকী অনশন

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল বুধবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা সদর ও মহানগরে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অনশন পালিত হবে জানিয়ে আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটউশন বা মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি পালনের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন জানিয়েছে দলটি।