০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে আ’লীগের ২ বিদ্রোহীসহ প্রতীক পেলেন ৫৭ জন

ময়মনসিংহে আ’লীগের ২ বিদ্রোহীসহ প্রতীক পেলেন ৫৭ জন - ছবি : নয়া দিগন্ত

একাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়মনসিংহের ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টিসহ বিভিন্ন দলের ৫৭ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগের ১০ জন, স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) ২ জন, বিএনপির ৯ জন, মহাজোটের জাতীয় পার্টির ২ জন, জাতীয়পার্টির (এরশাদ) ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ জন, জাকেরপার্টির ৪ জন, সিপিবির ২ জন, জাসদ (ইনু) ১ জন, ঐক্যফ্রন্ট (গণফোরাম) ১ জন, ঐক্যফ্রন্ট (এলডিপি) ১ জন, এলডিপি ১ জন, জেএসডি ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৩ জন, মুসলিম লীগের ১ জন, তরিকত ফেডারেশন ১ জন, গণফ্রন্টের ১ জন ও স্বতন্ত্র ২ জন।

সকাল ১০টা থেকে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক নিয়ে হাসিমুখে প্রার্থীরা নিজনিজ এলাকায় গিয়ে উল্লাসে মেতে উঠেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান সুমন ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মেজর জেনারেল আব্দুস সালাম আ’লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির সালাহউদ্দিন আহমদ মুক্তি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে খন্দকার রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে রওশন এরশাদ ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মোহাম্মদ হাসনাত মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ঐক্যজোটের বিদ্রোহী প্রার্থী হয়েছেন এলডিপির এম এ বাসার।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : জুয়েল আরেং (আ’লীগ-নৌকা), আলী আসগর (বিএনপি-ধানেরশীষ) ও হুমায়ুন মো. আব্দুুুল্লাহ আল হাদী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : শরীফ আহমেদ (আ’লীগ-নৌকা), মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানেরশীষ), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও মোহাম্মদ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র-সিংহ)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : নাজিম উদ্দিন আহামেদ (আ’লীগ-নৌকা), এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানেরশীষ), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি-গোলাপফুল), হারুন আল বারী (সিপিবি-কাস্তে), মো. আয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও প্রাণেশ পন্ডিত (তরিকত ফেডারেশন-ফুলেরমালা)।

ময়মনসিংহ-৪ (সদর) : রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানেরশীষ) এমদাদুল হক মিল্লাত (সিপিবি-কাস্তে), মো. হামিদুল ইসলাম (এনপিপি-আম) ও মো. নাসির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) : কে এম খালিদ (আ’লীগ-নৌকা), মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানেরশীষ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয়পার্টি-লাঙ্গল), মো. জহিরুল ইসলাম (জাকেরপার্টি-গোলাপফুল), হাকিম মো. মঞ্জুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), সামান মিয়া (এনপিপি-আম) মো. মোস্তফা কামাল এডভোকেট (স্বতন্ত্র-সিংহ)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : মো. মোসলেম উদ্দিন (আ’লীগ-নৌকা), শামছউদ্দিন আহমদ (বিএনপি-ধানেরশীষ), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি-লাঙ্গল), শফিকুল ইসলাম মিন্টু (জাসদ-স্বতন্ত্র-সিংহ), চৌধুরী মোহাম্মদ ইসহাক (জেএসডি-তারা) ও নুরুল আলম সিদ্দিকী (ইসালমী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : রওশন এরশাদ (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ’লীগ-নৌকা), ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানেরশীষ) ও মো. আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ফখরুুল ইমাম (মহাজোট-লাঙ্গল), মাহমুদ হাসান সুমন (আ’লীগ বিদ্রোহী-সিংহ), এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানেরশীষ), সাইফুদ্দিন আহাম্মেদ মনি (মুসলিম লীগ-হারিকেন), মো. হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. আব্দুল আল মামুন (এপিপি-আম) ও এম এ বাসার (এলডিপি-ছাতা)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) : আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ’লীগ-নৌকা), মেজর জেনারেল আব্দুস সালাম (আ’লীগ বিদ্রোহী-কুড়াল), খুররম খান চৌধুরী (বিএনপি-ধানেরশীষ), মো. সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-হাতপাখা), মো. শফিকুল আলম (জাকের পার্টি-গোলাপফুল), মোহাম্মদ হাসনাত মাহমুদ (জাতীয়পার্টি-লাঙ্গল)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ফাহমী গোলন্দাজ বাবেল (আ’লীগ-নৌকা), সৈয়দ মাহবুব মোরশেদ (এলডিপি-ধানেরশীষ), দ্বীন ইসলাম (গণফ্রন্ট-মাছ), মো. নুরুদ্দিন (এনপিপি-আম) ও মো. জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) : কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ’লীগ-নৌকা), ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানেরশীষ), অ্যাডভোকেট আমানউল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও নাজমা আক্তার (জাকের পার্টি-গোলাপফুল)।


আরো সংবাদ



premium cement
রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২ সখীপুরে বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ, দুর্ভোগে শিক্ষার্থীরা মেসির ৫ এ্যাসিস্ট ও ১ গোলের সাথে সুয়ারেজের হ্যাটট্রিকে মিয়ামির বড় জয় ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবকের যাবজ্জীবন বার্সার হারে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে!

সকল