১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু - প্রতীকী

ময়মনসিংহে পুকুরে ডুবে ওমর ফারুক (১০) ও আবু বকর (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর-ঈশ্বরদিয়া শিমুল তলী মোড়ে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক ও আবু বকর সদরের পরানগঞ্জ শ্রীগলদি বাজার এলাকার কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা যায়, সদরের পরানগঞ্জ শ্রীগলদি এলাকার বাসিন্ধা কামাল উদ্দিন স্ত্রী সন্তান নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কালিবাড়ি চর ঈশ্বরদী বিল্লাল ডাক্তারের বাড়ি ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ রাতেই সদর উপজেলার পরানগঞ্জ শ্রীগলদি গ্রামে দাফন করা হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement