১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


দেশ বাঁচাও সংগ্রামের বিকল্প নেই

-

রাষ্ট্র ও সুষ্ঠু রাজনীতির গভীরে অনেক বড় ত সৃষ্টি হতে চলেছে উল্লেখ করে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মতাসীনরা আদর্শ ও নীতিহীন রাজনীতির অবলম্বন করায় ভুল পথে ধাবিত হচ্ছে দেশের ভবিষ্যৎ। রাজনীতিতে জ্ঞানীদের অনুপস্থিতি ও নেতাদের নীতিহীনতার কারণেই বাংলাদেশ এখন নেতা ও মেধাহীন রাজনীতির প্রতিচ্ছবি। ফলে আমাদের পতাকা আছে স্বাধীনতা নেই। তিনি আরো বলেন, পশুর চামড়াখেকো ও এতিমের হক লুটেরা দেশ ধ্বংসের এক ভয়ঙ্কর বাহিনী হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামের বিকল্প নেই।
গতকাল আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় আরো বক্তৃতা করেন, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফ্ফর মো: আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান, মো: হাশমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, আন্তর্জাতিক সম্পাদক এস এম শাহাদাত, জাগপার নির্বাহী কমিটির সদস্য আরিফ হোসেন ফিরোজ, জাগপা ঢাকা মহানগর সহসভাপতি আশরাফুল ইসলাম হাসু। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement