০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


তফসিল এক সপ্তাহ পেছানোয় সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট

-

তফসিল এক সপ্তাহ পেছানোয় সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট। তারা আবারো শিডিউল এক মাস পিছিয়ে দেয়ার দাবি করেছেন।
ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেছেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। ওই সময় দেশে কোনো কূটনীতিক ও বিদেশী পর্যবেক্ষক থাকবেন না। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বানচাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানায়।
আ স ম রব জানান, ঐক্যফ্রন্ট তাদের দাবিতে অনড় থাকবে। দাবি মানা না হলে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, সরকার চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেয়া সম্ভব।
অন্য দিকে ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, এবারের নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক জরুরি ছিল বলে আমি মনে করি। আমাদের কোনো দাবি মানা হয়নি। তারপরেও আমরা মনে করছি জনগণের মধ্যে যে সাড়াটা আসছে তাতে ভোটবিপ্লব হবে। এটা যদি রাষ্ট্রীয় শক্তি দিয়ে দমন করা হয় তাহলে সেটা প্রতিরোধের উপায় হবে যাতে বিদেশীরা এখানে পর্যবেক্ষক থাকতে পারেন। সেটা তো তারা করতে পারছেন না।
তফসিল পেছানোর দাবি নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের গতকাল নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। তবে ইসি থেকে সময় না পাওয়ায় তারা যাননি।

 

 


আরো সংবাদ



premium cement