২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মাহবুব জামান ভুলুর দাফন সম্পন্ন

-

রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া, জানাজায় রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ শরিক হন।
এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মাহবুব জামানের লাশ রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে রাখা হয়। এ সময় পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানায়।

 


আরো সংবাদ



premium cement