১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়– মিছিল

-

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতঙ্কে থাকা শত শত পরিবার ভূমিদস্যুদের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার বিকেলে গাংচিল বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় শত শত নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা জানান, তারা কয়েক যুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপদাদার ভিটেমাটিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে স্থানীয় ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলন শত শত পরিবারের বসতভিটি দখলের পাঁয়তারা শুরু করেছে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলেমেয়েদের নামে বসতভিটিগুলো রেকর্ড করে ফেলে। এখন তাদের সেসব ভিটেমাটি থেকে সরিয়ে দেয়ার পাঁয়তারা শুরু করছে।

 


আরো সংবাদ



premium cement