২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ৩০২ জন

-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৩৬তম বিসিএসের নন-ক্যাডার ৩০২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। একইসাথে এসব শিক্ষকের পদায়নও করা হয়েছে। আগামী ৮ আগস্ট কর্মস্থলে তাদের যোগদান করতে হবে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (নিয়োগ) এ কে এম শাফায়েত আলমের সই করা আদেশে এ কথা জানানো হয়েছে। বাংলা ট্রিবিউন।
এর আগে সরকারি কর্মকমিশন (পিএসসি) দ্বিতীয় শ্রেণীর এই পদে নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করে। পিএসসির সুপারিশের পর গত ১৮ জুলাই প্রধান শিক্ষক (প্রশিণবিহীন) পদে তাদের নিয়োগ দিয়ে পদায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (নিয়োগ) এ কে এম শাফায়েত আলমের সই করা আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রার্থীদের নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) হিসেবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী (গ্রেড-১২) ১১৩০০-২৭৩০০ টাকা বেতনক্রমে প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়ন করা হলো।


আরো সংবাদ



premium cement