০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীতে ককটেল হামলা অশনি সঙ্কেত : বিএনপি

-

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার ধানের শীষের গণসংযোগ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনাকে অশনি সঙ্কেত হিসেবে দেখছে বিএনপি। এ ঘটনায় কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন গুরুতর আহত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বরাবরই দেখা গেছেÑ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ আওয়ামী লীগ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ক্ষমতাসীনেরা সর্বদা অনিচ্ছুক ও অনমনীয়। এরা সন্ত্রাসবাদের উপাসক। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগের অভিধানে নেই। সে জন্য ভোটারদের ভয় পাইয়ে দিতেই বে-আইনি বোমা-গুলির ব্যবহারকে নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে তারা।
তিনি বলেন, রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি উদ্বোধনের জন্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সেখানে উপস্থিত হলে আওয়ামী ক্যাডাররা অনুষ্ঠানস্থলে উপর্যুপরি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সন্ত্রাসী ঘটনা এক অশনি সঙ্কেত, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে জনমনে গভীর সংশয়ের সৃষ্টি করল। ভোটারদের কাছে দেয়া হলো এক অশুভ বার্তা। এই ঘটনায় মনে হয়Ñ নৌকা মার্কার পক্ষে সন্ত্রাসীরা ইচ্ছামতো ভোটসন্ত্রাস করার অধিকার পেয়েছে। আমি এই ন্যক্কারজনক ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে ককটেল হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুস্থতা কামনা করছি।


আরো সংবাদ



premium cement