২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

-

বরগুনা সংবাদদাতা জানান, বরগুনার আমতলী-তালতলী সড়কের নলবুনিয়ায় অটোগাড়ির চাপায় স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী কারিমা (৭) নিহত হয়েছে। পুলিশ ঘাতক অটোগাড়িচালক দুলালকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম শারিকখালী গ্রামের আমির ফকিরের শিশুকন্যা গতকাল সকালে নানা জব্বার জোমাদ্দারের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে নলবুনিয়ায় একটি অটোগাড়ি শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক অটোচালক দুলালকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সিংগাইরে ট্রাকের চাপায় মো: হাসমত আলী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।। নিহত হাসমত আলী উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার হাছেন আলীর ছেলে। তিনি বাইমাইল বাসস্ট্যান্ডে ফল ব্যবসায়ী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাসমত ডায়াবেটিসের রোগী। ডাক্তারের পরামর্শে প্রতিদিনের মতো গতকাল হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হাঁটার জন্য বের হন। হাঁটার একপর্যায়ে পেছন থেকে মানিকগঞ্জগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ও-১৪-২২৫৭) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসমত আলীর মৃত্যু ঘটে। এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করেন।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, সখীপুরে সড়ক দুর্ঘটনায় রুবেল আহমেদ (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সখীপুর-ঢাকা সড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর-মোটরসাইকেলকে চাপা দিলে চালক রুবেল ঘটনাস্থলেই নিহত হন। নিহত রুবেল আহমেদ সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম এন হুদা ওরফে তারা মেকারের একমাত্র ছেলে।

 


আরো সংবাদ



premium cement
ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বেনাপোলে সামুদ্রিক মাছের ট্রাকে ৪৭০ কেজি চিংড়ি আটক তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, লোডশেডিং রেকর্ড ৩২০০ মেগাওয়াট

সকল