০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মানবতাবিরোধী অপরাধ

ফিরোজ খাঁর রায় যে কোনো দিন

-

মানবতাবিরোধী অপরাধের মমালায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার রায় ঘোষণার জন্য যে কোনো দিন (সিএভি) নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থানের শেষে আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো দিন ঘোষণা করা হবে বলে (সিএভি) করে আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে ৪ জুলাই এই মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হয়। এর আজ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর রায় ঘোষণার জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) প্রসিকিউশনের ১৫ জন সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন। অন্যদিকে, আসামির পক্ষে কোনো সাফাই (ডিফেন্স) সাক্ষী ছিল না।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।


আরো সংবাদ



premium cement