১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


সবচেয়ে ভারী নিউট্রন নক্ষত্রের সন্ধান

-

মরা তারার শরীরের টুকরোর ওজনই আমাদের সূর্যের ভরের দেড় থেকে তিন গুণ! গোটা তারা নয়। সেই ওজনটা মৃত নক্ষত্রের শরীরের শুধু টুকরোর! চমকে দেয়ার মতো ভারী, এমন একটি নিউট্রন নক্ষত্রের সন্ধান মিলেছে এই প্রথম। শরীরের টুকরোটাকরার ওজনই যদি এতটা হয়, তা হলে ভাবুন, যে তারাটা মরেছে, সেই তারা বা নক্ষত্রটা ছিল কত ভারী!
সম্প্রতি সৌরজগতের সবচেয়ে ভারী নিউট্রন নক্ষত্রের দেখা পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, তার ওজন আমাদের সূর্যের ভরের ২.১৭ গুণ। ব্যাস ৩০ কিলোমিটার। এর আগে এত ভারী নিউট্রন নক্ষত্রের আর হদিস মেলেনি এই সৌরজগতে। নিউট্রন নক্ষত্রের চেয়ে বেশি ঘনত্বের আর কোনো মহাজাগতিক বস্তুর হদিসও সৌরজগতে এখনো পর্যন্ত পাননি জ্যোতির্বিজ্ঞানীরা। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement