২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

-

সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে রহিমা বেগম (৪৩) নামের এক গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

রহিমা বেগম সাতক্ষীরার তালা উপজেলা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

মৃতের ছেলে হারুন মোড়ল জানান, ‘মা দীর্ঘদিন ডায়বেটিস রোগে ভুগছিলেন। এর মধ্যে হঠাৎ করে প্রচন্ড জ্বর হয়। জ্বর কমতে না থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করলে গত বুধবার মায়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে।’

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘রহিমা বেগম ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এরপর তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। খুলনা মেডিকেলে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে রহিমা বেগমের মৃত্যু হয়েছে।’

দেখুন:

আরো সংবাদ



premium cement