০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলাদশ কোচ স্টিভ রোডস - সংগৃহিত

আসন্ন নিউজিল্যান্ড সফরই আগামী ওয়ানডে বিশ্বকাপে আমাদের অবস্থা বুঝিয়ে দিবে বলে জানিয়েছেন বাংলাদশ কোচ স্টিভ রোডস। নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আজ দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। দলে আট খেলোয়াড়সহ ম্যানেজার ও কোচ রয়েছেন। দেশ ছাড়ার আগে আসন্ন সফর নিয়ে কথা বলেন কোচ স্টিভ রোডস।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরই বুঝিয়ে দিবে ওয়ানডে বিশ্বকাপের আগে আমরা দল হিসেবে কি অবস্থায় আছি। কারণ আমাদের প্রধান টার্গেট বিশ্বকাপ। অবশ্য বিশ্বকাপের আগে আমরা ত্রিদেশীয় টুর্নামেন্টও খেলবো। বিশ্বকাপের আগে ওই টুর্নামেন্টটিই হবে আমাদের শেষ প্রস্তুতি। কিন্ত নিউজিল্যান্ড সফরটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।’

ওয়ানডে সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে । এরপর ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ডানেডিনে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রোডস, ‘সম্প্রতি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে আমরা বেশ খুশি। ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী। কারণ ওয়ানডে ক্রিকেটেই ভালো পারফরমেন্স করে আসছি। তাই এবার নিউজিল্যান্ডে আমরা ভালো করতে সমর্থ হবো।’

এবার কিছু ম্যাচ জয়ের ইঙ্গিতও দিলেন রোডস, ‘আশা করি এবার কিছু ম্যাচ জিতব আমরা। আমাদের জন্য ভালো হবে, যদি আমরা কিছু ম্যাচ জিততে পারি। কারণ সেখানে ম্যাচ জয় করা কঠিন, সেটা গতবারের সফরেই প্রমাণ হয়েছে। তবে ছেলেদের সাম্প্রতিক পারফর্ম্যান্সে আমরা অত্যন্ত খুশি।’

ওয়ানডেতে জয় চাইলেও টেস্ট সিরিজে ভালো করার ইচ্ছা পোষণ করেছেন রোডস, ‘ওয়ানডে ফরম্যাটে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। তবে টেস্ট ম্যাচ কঠিন হবে। আগের তুলনায় বিদেশে পারফর্ম করার ক্ষেত্রে আমরা এখন উন্নতি করেছি। আশা করব টেস্টেও ভালো ফলাফল করার ও ভালো ক্রিকেট খেলার।’

টেস্টে ভালো করার কথা বললেও, বড় ফরম্যাটটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে জানান রোডস, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করাটা কঠিন।’


আরো সংবাদ



premium cement

সকল