০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সংঘর্ষের ছবি তুলতে গেলে সাংবাদিকের উপর হামলা

সাংবাদিক কাফি কামাল - সংগৃহীত

সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ছবি তুলতে গেলে সাংবাদিককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল এই মারধরের শিকার হয়েছেন।

আজ সকালে ভোট দিয়ে ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হন। এ সময় তার মোবাইল কেড়ে নেয়া হয়।

সাংবাদিক কাফি কামাল ইস্কাটনের টিএনটি স্কুলের কেন্দ্রে সপরিবারে ভোট দিয়ে ফিরছিলেন। এ সময় তিনি মগবাজার মোড়ে পৌঁছালে সরকার সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখতে পান। তিনি দূর থেকে ওই ঘটনার ছবি তুলতে গেলে একদল দলীয় সমর্থক তেড়ে এসে মারধর শুরু করে। তাকে ফেলে বেধড়ক মারতে থাকে। এতে তার চোখের পাশে ফেটে রক্ত পড়তে থাকে।


আরো সংবাদ



premium cement