২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে : শিক্ষামন্ত্রী

-

গরম কিংবা অন্য কোনো দুর্যোগের কারণে যদি স্কুলের কর্মদিবস কমে যায়, তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরো কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেয়া হবে।
এ ছাড়া সারা দেশে ২ মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটিসংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল মন্ত্রণালয় আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর ফলে প্রাথমিকের মতোই বৃহস্পতিবার অবধি মাধ্যমিকের সব প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এর আগে গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২ মে অবধি সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আর শিক্ষা মন্ত্রণালয় ঢাকাসহ দেশের তাপপ্রবাহ প্রধান ২৭টি জেলায় মঙ্গলবার ছুটি ঘোষণা করে। একই দিন স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ দেন। তাতে বলা হয়, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।


আরো সংবাদ



premium cement