০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ভাঙা থেকে

-

মেঘনার বুকে এত জল বহে স্রোতধারা
ভেঙে আসে নদী এক দ্রুত ধাবমান
জল ভরা সারাক্ষণ সমানে সমান
বয়ে চলে দূর থেকে দূরে কুশিয়ারা।
কেউ বলে ‘ভাঙা’র জল কেউ নিরূপমা
তার পাশে মোর গ্রাম নাম সোনাডাঙ্গা
সবুজে সবুজ ছবি ভোরে সূর্য রাঙা
কত ঋণ তার কাছে কত আছে জমা।
নরসুন্দা পাড়ি দিয়ে এই বুড়িগঙ্গা
জীবনের খেলাঘরে কত রং বোনা
স্বপ্নেরা করেছে খেলা কত গান সোনা
ভিড় করে আছে সব মনে সাতরঙা।
জীবনের ধার ঘেঁষে যায় বেলা যায়
‘ভাঙা’র স্মৃতি নিয়ে আজ বিশাল গঙ্গায়।

 


আরো সংবাদ



premium cement