২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দোহারে শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে জখম

-

ঢাকার দোহার উপজেলার হাতুরীপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে ডেকে এনে জামাই মাহফুজ খানকে (৩৫) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মাহফুজ খানকে দোহার থানা পুলিশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল এলাকার অহেদ খানের ছেলে মাহফুজ খান দোহার উপজেলার হাতুরীপাড়া এলাকার মৃত জিন্নাহর মেয়ে সাথী আক্তারকে দেড় বছর আগে বিয়ে করে। গত এক সপ্তাহ আগে মাহফুজ খান শশুরবাড়ি পাশ্ববর্তী লক্ষীপ্রসাদ গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে সাগর মন্ডলের সাথে তার স্ত্রী সাথী আক্তারের অনৈতিক সর্ম্পকের অভিযোগ এনে দোহার থানায় একটি সাধারণ ডাইরী করেন।

থানা থেকে ডায়েরি তুলে নেওয়ার জন্য মাহফুজের শ্যালক সাব্বিব ও শাকিল বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে । রোববার দুপুরে মাহফুজের শ্বশুর বাড়ির লোকজন ফোনে বিষয়টি মীমাংসার কথা বললে সে শ্বশুর বাড়িতে আসলে অভিযুক্ত সাগরের নেতৃত্বে সাব্বির, সাকিল, আইয়ুব আলীসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লোহার রড ও ছ্যান দিয়ে এলোপাথারী আঘাত করে। জীবন বাচাঁতে দৌড়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়ে দোহার থানা পুলিশকে খবর দিলে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক ডাঃ জসিম উদ্দিন জানান, তার কানে, হাতে ও কোমরে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে আঘাত কি পরিমান হয়েছে।

এ ব্যাপারে মাহফুজ খান বলেন, হত্যার পরিকল্পনা করেই আমাকে শ্বশুর বাড়িতে ডেকে নেয় শ্বশুর বাড়ির লোকজন। মাহফুজের শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলার জন্য বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

দোহার থানা ওসি তদন্ত ইয়াছিন মুন্সী জানান, খবর পেয়ে আমরা মাহফুজকে উদ্ধার করে নিয়ে আসি এবং হাসপাতালে ভর্তি করি। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ আমাদের মূল লক্ষ্য মানুষকে জাগিয়ে তোলা : গাজা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার : রিজভী বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকরা

সকল