০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


পা পু য়া নি উ গি নি র রূ প ক থা বনের অদৃশ্য ভূত

-

(গত দিনের পর)

বাবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার কথা বেমালুম ভুলে যায় সে। তক্ষনি চিৎকার করে ওঠে ছেলে,
এই প্রাণীটিকে কি তুমি মেরে ফেললে?
কে? কে? কথা বলছে কে?
চমকে উঠে বাবা চিৎকার দেন। তাকে কিছুটা ভীত দেখায়। এই নির্জন বনে, এই নিশুত রাতে কে কথা বলে উঠল? এই গাছের আশপাশে কেউ নেই। ছিলও না। তাহলে কথা বলল কে? নির্জন-নিরালা বনে মানুষের কণ্ঠ এলো কোথা থেকে? ভেবে কূলকিনারা পান না পাকা শিকারি মানুষটি। আগে কখনো এমনটি ঘটেনি। এই বনে কত কাল ধরে শিকার করে আসছেন তিনি। এমন অদ্ভুত রহস্যময় পরিস্থিতির মুখোমুখি আজই হলেন। জীবনে প্রথমবারের মতো। ভীষণ বিচলিত বোধ করছেন। মাথায় একটাই চিন্তা, কথা বলেছে কে?
তিনি আবার ক্ষীণকণ্ঠে চিৎকার করেন,
কে? কে কথা বলল? কে তুমি?
কোনো উত্তর পাওয়া গেল না এ প্রশ্নের। রহস্য আরো জমাট হলো এতে। শিকারি মানুষটি ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছেন। ভীষণ ভয়। এত ভয় আগে কোনো দিন পাননি। তিনি চিন্তা করতে থাকেন, এই কথা কোত্থেকে ভেসে এলো। (চলবে)

 


আরো সংবাদ



premium cement