২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুসলিম মনীষী আল-নাইরিজি

-

আজ তোমরা জানবে আল-নাইরিজি সম্পর্কে । তিনি ৯ ও ১০ শতকের অঙ্কশাস্ত্রবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্

আল-নাইরিজির জন্ম বর্তমান ইরানের ফারস প্রদেশের নাইরিজে, ৮৬৫ সালে। তার মৃত্যু ৯২২ সালে।
মুসলিম সোনালি যুগে অনেক পারসিক (ইরানি) বিশ্ব সভ্যতায় অবদান রাখেন। তাদেরই একজন আল-নাইরিজি। পুরো নাম আবুল-আব্বাস আল-ফাদল ইবনে হাতিম আল-নাইরিজি।
আল-নাইরিজি জ্যামিতির ওপর অনেক মৌলিক প্রবন্ধ লিখেন। ইউক্লিডের ভাষ্য আর বই রচনায়ও তার অবদান রয়েছে। ইতালির জিরার্ড তার বই ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। ইউরোপের জ্যামিতি জগতে এ বই প্রশংসিত হয় এবং নবজাগরণে ভূমিকা রাখে।
আল-নাইরিজির অন্যতম কীর্তি টলেমির ভাষ্যগ্রন্থ প্রণয়ন।
তিনি আস্তারলব সম্পর্কে মূল্যবান এক বড় বই লিখেন, যা চার খণ্ডে বিভক্ত। এটি আরবি ভাষার অন্যতম শ্রেষ্ঠ বই। ২০ শতকে বইটি জার্মান ভাষায় অনুবাদ করা হয়। এ বইয়ের জার্মান নাম ঝপযড়ু অনযধঁফষঁহম ঠড়হ অষ ঘধরৎরুর টনবৎ উরব জরপযঃঁহমফবৎ এরনষধ টনবৎংঃুঃঁহ উবধষধহঃধৎঃ.
তথ্যসূত্র : ওয়েবসাইট


আরো সংবাদ



premium cement