২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার বাধ্যবাধকতা বিলোপ প্রস্তাব বাতিলের দাবি

-

আয়কর আইনের ১৭৪(২) (এফ) অনুযায়ী আয়কর আইনজীবীদের যেকোনো রেজিস্টার্ড ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার বাধ্যবাধকতা প্রস্তাবিত অর্থ বিল ২০১৯-২০২০-এ বিলোপের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো: জামাল উদ্দিন বলেন, এ আইন পেশা পরিচালনায় যেখানে জাতীয় রাজস্ব বোর্ড ন্যূনতম ¯œাতক ডিগ্রিধারী ব্যক্তিকে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ দেয়, সেক্ষেত্রে উল্লিখিত প্রোভাইসো বিলোপের প্রস্তাব যেকোনো ব্যক্তির কর মামলায় প্রতিনিধিত্ব করার প্রবণতা বাড়বে। এটি বিলোপ করলে আয়কর অঙ্গনে অবৈধ প্রতিনিধিত্বের দৌরাত্ম্য বাড়বে। অবৈধ প্রতিনিধিত্বের ফলে সরকার কাক্সিক্ষত রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে। প্রতিনিধিত্বের কোনো প্রকার জবাবদিহি থাকবে না। এতে করাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, যে সময়ে রাজস্ব আদায়ে কর আইনজীবীদের ভূমিকা ও অধিকতর জবাবদিহির লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের অনুসরণে ‘বাংলাদেশ কর কাউন্সিল’ গঠনে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে দাবি জানানো হচ্ছে, তখন এ ধরনের পদক্ষেপ জাতীয় রাজস্ব আদায় বিঘিœত করবে বলে আমরা মনে করি। একইসাথে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে। তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সমিতির সাবেক সভাপতি এস জোহা চৌধুরী, বদিউজ্জামান, মোহাম্মদ আখতার উদ্দিন, অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, জয়শান্ত বিকাশ বড়–য়া, মোহাম্মদ মুছা, মো: মাহ্ফুজুল হক মণি, মোস্তফা কামাল মনসুর, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক অতিরিক্ত মহাসচিব ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন চৌধুরী শাহীন, নিতাই চন্দ্র দাশ, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল