০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


আশুলিয়ায় অর্ধশত কারখানায় উৎপাদন বন্ধ

-

নতুন ঘোষিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকেরা তাদের দাবিতে অনড় থেকে কারখানার কাজে যোগদান ও উৎপাদনে অংশগ্রহণ করেননি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবধি আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত পোশাক কারখানার উৎপাদন বন্ধ থাকে। শ্রমিকরা কাজে যোগদান করেননি। অনেক কারখানায় কাজে যোগদান করেও কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন।
এ নিয়ে শ্রমিক ও কারখানার মালিকপক্ষের মাঝে নতুন মজুরি কাঠামোর বৈষম্যে ও বর্ধিত বেতনের দাবি সমাধান না হওয়ায় পঞ্চম দিনের মতো এ অচলাবস্থা চলছে বলে জানা গেছে।
সোমবারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিপে করেন। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন। এর আগে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার সজিব শ্রমিকদের ছোড়া ইটে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। আশুলিয়ার সাধুপাড়ায় টর্ক্ক ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এক নারীশ্রমিকের স্বামীকে নির্যাতন করায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনায় শ্রমিকদের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
এদিকে কারখানা সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগদান করে অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন। দুপুরের খাবারের সময় হলে তারা কারখানা থেকে বের হয়ে যান। শ্রমিকদের মাঝে এ অসন্তোষের কারণে ব্যাপকভাবে উৎপাদন ব্যাহত হয়েছে।
শ্রমিকদের নির্বাচনকে সামনে রেখে উৎপাদন বন্ধ রেখে দাবি আদায়ের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের বা শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখতে বিভিন্ন গোয়েন্দা শাখা কাজ করছে বলেও একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ‘নতুন বেতন কাঠামোতে বৈষম্যের গুজব রটিয়ে শ্রমিকেরা আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আশুলিয়ার সব পোশাক কারখানার দিকে সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অনাকাক্সিত ঘটনা না ঘটে।
তিনি আরো জানান, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠনের বৈঠক হয়েছে। নতুন মজুরি কাঠামো নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য শ্রমিক নেতারা বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করবেন। এদিকে গতকালও আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া, কাঠগড়া এলাকার এআর জিন্স লিমিটেড, ধনাইদ (ইউসুফ মার্কেট), এনভয়, স্টার্লিং অ্যাপারেলস, বান্দো ডিজাইন, উইন্ডি গ্রæপ, সেড ফ্যাশন, নাসা গ্রæপ, জেনারেশন নেক্সট, এফডিএফ (বিডি) লিমিটেড, টর্ক্ক ফ্যাশন লিমিটেড, ডেনিমস ন্যাচারালস লিমিটেড, অনন্ত গ্রæপ, ভিনটেজ, সিনসিন লিমিটেড, ফান ফ্যাক্টরিসহ প্রায় অর্ধশত পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগদান করেননি। ফলে ওই কারখানাগুলোর উৎপাদন বন্ধ রেখে অঘোষিত ছুটি ঘোষণা চলছে।
এ সম্পর্কে শ্রমিকেরা জানান, তাদের যৌক্তিক দাবি না মানলে তারা কাজে যোগদান করবেন না।


আরো সংবাদ



premium cement
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড

সকল