২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিআইইউতে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

-

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব ২০২০। এ প্রতিযোগিতায় সব বিভাগের মেয়েরা অংশগ্রহণ করেন। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এন এম রফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার সাবেক সচিব কাজী আখতার হোসেন। রচনা প্রতিযোগিতায় প্রথম হন ইসলামিক স্টাডিজ বিভাগের ইশরাত জাহান রুবাইয়া, দ্বিতীয় ইসলামিক স্টাডিজ বিভাগের আয়েশা সিদ্দীকা এবং তৃতীয় হন ইংরেজি বিভাগের সাইয়্যেদা নাইন নাহার তামান্না। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার সাবেক সচিব আব্দুল মোনাফ পাটোয়ারী, সাবেক ট্রেজারার ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এম মনসুরুর রহমান, ইংরেজি ও কলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শের ই মোহাম্মদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, ডেপুটি রেজিস্ট্রার মো: মোরশেদুর রহমান। এ ছাড়াও, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement