২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলকদ ১৪৪৫
`

ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ

-

সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, গোটা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য ব্র্যাক ব্যাংক অনন্য এক সুযোগ করে দিচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে। মানবিক কাজে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক তিনটি দাতব্য প্রতিষ্ঠানের সাথে অংশীদার হিসেবে যোগ দিয়েছে। এ প্রতিষ্ঠানগুলো হলোÑ ‘বিদ্যানন্দ’, ‘বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন’ ও ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রাহকেরা অনুদান অর্থাৎ ডোনেশন দিতে পারবেন। তার ওপর, এরকম প্রতিটি অনুদানের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অবদান হিসেবে যোগ হবে আরো ১০% বা ১,০০০ টাকা (যেই পরিমাণটি অপেক্ষাকৃত কম হবে)। সমাজ পরিবর্তনের উদ্দেশ্যে নিরন্তর কাজ করে যাওয়া এই দাতব্য প্রতিষ্ঠানগুলোর সাথে এভাবেও যুক্ত হতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। এ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্র্যাক পরিবারের অন্তর্ভুক্ত, মূল্যবোধভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা আমাদের ডিএনএতে দৃঢ়ভাবে নিহিত আছে। ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্টের সদস্য হিসেবেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। অলাভজনক অংশীদারদের সুবিধার জন্য প্রযুক্তি আর সেবায়ও বরাবর অভিনবত্ব নিয়ে আসার প্রয়াস অব্যাহত রেখেছি আমরা। আমরা এই প্লাটফর্মের মাধ্যমে অলাভজনক সংস্থাগুলোর বিপুল পরিমাণে তহবিল সংগ্রহের সম্ভাবনাটির বাস্তবায়নে যথাসম্ভব সহযোগিতা করতে বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement