১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলে লবণ উৎপাদন বন্ধ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলে লবণ উৎপাদন বন্ধ - ফাইল ছবি

বৈরী আবহাওয়া কাটিয়ে ১৩ দিন পর আবারো চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলে লবণ উৎপাদন শুরু হলেও রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তা বন্ধ হয়েছে।

বিসিক লবণ সেলের প্রধান সারোয়ার হোসেন জানান, ১৫ নভেম্বর থেকে পরবর্তী বছরের ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম ধরা হয়। বৈরী আবহাওয়ার কারণে ২ মে থেকে লবণ উৎপাদন বন্ধ হওয়ায় কার্যত ধরে নেয়া হয়েছিল লবণ উৎপাদন মৌসুমে আর লবণ উৎপাদন সম্ভব হবে না। কিন্তু মৌসুম শেষ হলেও উপকূলে শুষ্ক ও তাপদাহ বৃদ্ধি থাকায় লবণ উৎপাদনে মাঠে কাজ শুরু করে চাষিরা।

তিনি জানান, রোববার (২৬ মে) থেকে বৈরী আবহাওয়ার কারণে লবণ উৎপাদন বন্ধ রয়েছে। তবে পুনরায় আবহাওয়া ভালো হলেও লবণ উৎপাদন নাও হতে পারে। আবার হতেও পারে।

শনিবার (২৫ মে) পর্যন্ত ২৪ লাখ ৩৭ হাজার ৮৯০ টন লবণ উৎপাদন হয়েছে। যা ৬৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ অপরিশোধিত লবণ উৎপাদনের রেকর্ড।


আরো সংবাদ



premium cement