৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


স্কয়ার ফার্মার বৃহৎ শিল্প শ্রেণীতে প্রথম স্থান অধিকার

-

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বৃহৎ শিল্প শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জনের গৌরব লাভ করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর পক্ষ থেকে এই পুরস্কার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক, অপারেশনস মো: মিজানুর রহমানের হাতে তুলে দেন। বাংলাদেশের ওষুধ শিল্পে ১৯৮৫ সাল হতে ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধের সর্বোচ্চ গুণগতমান বজায় রাখার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতায় অগ্রণী ভূমিকা পালন করছে। সরকার কর্তৃক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতি এই আস্থা ও অসামান্য স্বীকৃতি ভবিষ্যতের পথচলাকে আরো সুদৃঢ় করবে। স্কয়ার আজ এই আনন্দঘন দিনে তার সব পৃষ্ঠপোষক, শেয়ারহোল্ডার, চিকিৎসক, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান ও ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীর নিরলস প্রচেষ্টায় এই স্বীকৃতি ওষুধ শিল্পের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement