১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


ভোলায় মাছ ধরার ট্রলার ডুবি : ১০ জেলে নিখোঁজ

-

ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবি’র ঘটনায় ১০ জেলে নিখোঁজ হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, মেঘনা নদীর ইলিশা এলাকায় আজ রোববার ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির পর ১০ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরো ১০জেলে।

ট্রলারটিতে ২০জন জেলে ছিল। তারা চাঁদপুরে মাছ বিক্রি করে ফেরার পথে সকাল ১১টার দিকে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোষ্টগার্ড সদস্যরা।

ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যনেন্ট মাহবুবুল আলম শাকিল বাসস’কে বলেন, মাছ ধরার ট্রলারটি চরফ্যাসন উপজেলার আব্দুল্লাহপুরের তোফায়েল মাঝির। চাঁদপুর থেকে চরফ্যাশনে ফেরার পথে ইলিশার জনতাবাজার খাল সংলগ্ন মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে কোষ্টগার্ড সদস্যরা ২জনকে উদ্ধার করে। আরো ৮ জেলে সাঁতরে বিভিন্ন চরে আশ্রয় নেয়। বাকি ১০ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, নদীতে তীব্র ¯্রােত থাকায় অন্য জেলেরা দূরে ভেসে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারের মধ্যেও কোন জেলে থাকতে পারে বলে জানান তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement