উজিরপুরের শ্রেষ্ঠ শিক্ষক ড. মাহফুজুর রহমান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মে ২০২৪, ১৪:৩৯
বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
তিনি উপজেলার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে, ১৯৯৮ সালে তিনি এই কলেজে প্রভাষক পদে যোগদান করেন।
ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. এস এম মাহফুজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে এমফিল এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মসজিদ ও ইসলামী পাঠাগারসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।
ড. মাহফুজুর রহমান জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের (মিরমদন) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক সিকদারের ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা