০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


পিতাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

- ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় উঠান থেকে লাকড়ি ঘরে তুলতে বলায় ক্ষিপ্ত হয়ে জন্মদাতা পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লাকড়ি ঘরে তুলতে বলায় ক্ষিপ্ত হয়ে তার জন্মদাতা পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

 


আরো সংবাদ



premium cement