২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

ধামইরহাটে মসলা
গ্রাম উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে মসলা গ্রাম উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার জাহানপুর ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামকে মসলা গ্রাম হিসেবে নামকরণ করে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ গ্রামের ৫০ জন মহিলার মধ্যে ৩২টি তেজপাতা, ৯টি দারুচিনি এবং ৯টি আলুবোখারা গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন প্রমুখ। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

জুড়ীর বিএনপি নেতা চুনুকে কুলাউড়া থেকে আটক


মৌলভীবাজারের জুড়ীর বিএনপি ও শ্রমিক নেতা মতিউর রহমান চুনুকে কুলাউড়া শহর থেকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের একটি মামলার গ্রেফতারি পরোয়ানায় চুনুকে আটক করে মৌলভীবাজার আদালতে পাঠালে সেখান থেকে তাকে সিলেট আদালতে পাঠানো হয়। আটক বিএনপি নেতা মতিউর রহমান চুনু সিলেটের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন। জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

রাজশাহীতে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

রাজশাহীতে বিভিন্ন সময় উদ্ধার হওয়া চার কোটি ছয় লাখ ৭৯ হাজার ১৬৫ টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজশাহী ব্যুরো

বানিয়াচংয়ে ঠাকুরঘরে চুরি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঠাকুরঘরে চুরি হয়েছে। চোররা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, বানিয়াচং উপজেলার রঘুচৌধুরী পাড়া গ্রামের শান্তনু রায় চৌধুরী বাড়ির ঠাকুরঘরে বুধবার গভীর রাতে তালা ভেঙে চোররা মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে সেনপাড়া গ্রামের বেনুলাল চক্রবর্তীর ছেলে প্রণয় চক্রবর্তীকে থানা পুলিশ আটক করে। বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

নবাবগঞ্জে বিয়ে বাড়িতে হামলা

ঢাকার নবাবগঞ্জে বিয়ের কনের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোররাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা চকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রামের অনিল বাড়ৈর মেয়ে আনিকা বাড়ৈর বিয়ের দিন ছিল। ভোরে ছিল গায়ে হলুদ। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টায় কনের সাবেক স্বামীর পরিবারসহ ১২-১৩ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহতরা একই পরিবারের সদস্য বলে জানা যায়। তারা সবাই ছোট গোল্লা চকপাড় এলাকার বাসিন্দা। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

বন্দর উপজেলায় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অনুমোদনবিহীন তিনটি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটা দু’টির সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের ঢাকা এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার দাসেরগাঁও ও লক্ষণখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহায়তা করে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ দাসেরগাঁও এলাকার মা-বাবা ব্রিকফিল্ড, একই এলাকার ভাই ভাই ব্রিকফিল্ড ও লক্ষণখোলা এলাকার হোম ব্রিকস। বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কাজিপুরের চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল চরগিরিশে আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসকরা বিনামূল্যে তিন শতাধিক রোগী দেখেন এবং বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপিং, হিমোগ্লোবিন ও প্রস্রাব পরীক্ষা করেন। আশার আলো ফাউন্ডেশনের পরিচালক আশকার পাইন বলেন, যা কিছু ভালো তার সাথেই থাকবে আশার আলো ফাউন্ডেশন। কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

 


আরো সংবাদ



premium cement
চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

সকল