০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মুলাদীতে তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন

-

বরিশালের মুলাদী উপজেলার মীরগঞ্জে ১৮ জানুয়ারি শনিবার সকাল ৭টায় বরিশাল থেকে ট্রাক ভর্তি বিদ্যুতের খুঁটি নিয়ে মুলাদী আসার সময় মীরগঞ্জ ফেরি ঘাটে ফেরি থেকে নামার সময় পন্টুনসহ নদীতে বিদ্যুতের খুঁটিসহ ট্রাকটি তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নদী থেকে ট্রাকটি উঠাতে পারে। ট্রাক উঠাতে প্রায় সাত দিন লাগতে পারে বলে জানিয়ে ঘাট কর্তৃপÿ। এতে হাজার হাজার লোকের ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরাসরি মুলাদী-বরিশাল গাড়ি বন্ধ রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন। তিনি দ্রæত পন্টুন মেরামত, যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে ফেরিঘাট ইজারাদারসহ ঘাট কর্তৃপÿকে কঠোর নির্দেশনা দেন।
মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জÑ এ তিনটি উপজেলার সাথে সড়ক যোগাযোগের একমাত্র উপায় এই মীরগঞ্জ ফেরিঘাট। শত শত যানবাহন চলাচল করে এ ফেরি দিয়ে। পন্টুন ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

 


আরো সংবাদ



premium cement