২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

রাজাপুরে মাদককারবারি ভাইবোন আটক
ঝালকাঠির রাজাপুরে ১৭০ পিস ইয়াবাসহ মাদককারবারি ভাইবোন সাদ্দাম হোসেন (২০) ও লোপা আক্তারকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার পুটিয়াখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সাদ্দাম ও লোপা উপজেলার পুটিয়াখালী গ্রামের মো: শাহজাহানের ছেলেমেয়ে। চট্টগ্রাম থেকে রাজাপুরে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুটিয়াখালী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাদ্দাম ও লোপাকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এর আগেও মাদক কারবারের অভিযোগ তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় একাধিক মামলা রয়েছে। ঝালকাঠি সংবাদদাতা
পাকুন্দিয়ায় ১৭ বছর আগের আসামি গ্রেফতার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৭ বছর আগে চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিশ^নাথপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রতন (৫০) উপজেলার বিশ^নাথপুর গ্রামের নিজাম উদ্দিন ওরফে ফালু মিয়ার ছেলে। তাকে সোমবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। রতন মিয়ার নামে ১৯৯৮ সালে একটি চুরির মামলা হয়েছিল। ওই মামলায় ২০০২ সালে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের পর থেকে পলাতক ছিল রতন। পাকুন্দিয়া সংবাদদাতা
সিংড়ায় পানিতে ডুবে
দুই শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে কাউছার হোসেন ও মিম খাতুন নামের দুই বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, শিশু দু’টি সবার অজান্তে বাড়ির পাশে জনৈক এন্তাজ আলীর একটি কচুরিপানা ভরপুর পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের কচুরিপানার মধ্যে একটি সেন্ডেল ভাসতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা: সুমাইয়া আকতার তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয় প্রতিবেশি ডলি বেগম জানান, শিশু কাউছার হোসেনের বাবা শামীম হোসেন একজন অন্ধ প্রতিবন্ধী ও অন্য শিশু মিম খাতুন দিনমজুর মিঠন আলী ছোট মেয়ে। সিংড়া থানার ওসি নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাঙ্গলকোট পেড়িয়া মডেল
স্কুলে বৃত্তি পরীক্ষা
কুমিল্লার নাঙ্গলকোট পেড়িয়া মডেল স্কুলের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীরের মেধা বৃত্তি পরীক্ষা সোমবার সকালে উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২৪১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পেড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক শাহজাহান, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুর রব, নাঙ্গলকোট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
পোরশায় আমগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
নওগাঁর পোরশায় এক ব্যক্তির দু’টি আম বাগানের অর্ধশত আমগাছ কেটে নিয়ে গেছে দর্বৃত্তরা। গাছের মালিক উপজেলার আমদা গ্রামের আসাদুজ্জামান ও তার মেয়ে রোমেসা খাতুন জানান, সুতরইল ও আমদা মৌজায় তাদের নিজ মালিকানার এক একর জমিতে তারা অর্ধশতাধিক আমগাছ তারা রোপণ করেন। সদ্য রোপণ করা আমগাছগুলো রোববার রাতে দুর্বৃত্তরা সব কেটে নিয়ে যায়। পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। পোরশা (নওগাঁ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement