২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সোনারগাঁওয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে অটোরিকশাচালকেরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হোসেনপুর এসপি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে মোগরাপাড়া-শম্ভুপুরা সড়ক অবরোধ করে।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকায় হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গনির সাথে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে স্থানীয় অটোরিকশাচালক রাজা মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় ওই শিক্ষকের সাথে থাকা অপর শিক্ষক নাছির উদ্দিন এর প্রতিবাদ করলে রাজা মিয়া তাদের দুইজনকে অপমানজনক অকথ্য ভাষায় কথা বলে। একপর্যায়ে দুইজনকেই রাজা মিয়াসহ অটোচালকেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তায় এসে অবস্থান নেন। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের মোগরাপাড়া-শম্ভুপুরা সড়ক অবরোধ করেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় কলেজের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। পরে খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হোসেনপুর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গনি জানান, নাসিরউদ্দিনসহ আমাদের দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। আমরা অটোচালকের উপযুক্ত বিচার দাবি করছি।
কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনিকভাবে সভা করেছি। কলেজ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়কে অবরোধ কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।


আরো সংবাদ



premium cement