১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


লালমোহনে এক অসহায় বিধবার আকুতি

-

ভোলার লালমোহনে এক অসহায় বিধবার করুণ আকুতি, সরকারিভাবে যেকোনো একটি ভাতা চাই স্যার! আর সংসার চালাইতে পারি না। আর কতকাল কষ্ট করতে হবে জানি না। আক্ষেপের সহিত কথাগুলো বলেছেন উপজেলার রমাগঞ্জের পূর্বচরউমেদ ৭ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়া বাড়ির মৃত জামাল উদ্দীনের স্ত্রী ছয় কন্যা সন্তানের জননী ছলেমা বেগম। তিনি জানান ২০১২ সালের ৫ ডিসেম্বর তার স্বামী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া ছয় কন্যা সন্তান নিয়ে এখন নিঃস্ব। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে দুই মেয়েকে বিয়ে দিলেও কোনো সুখ নেই। তিনি বলেন, শুনেছি সরকারিভাবে বিধবা ভাতা দেয়া হয় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেও কোনো ভাতা জোটেনি আমার কপালে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বিধবা ছলেমা ভাতা পাওয়ার জন্য ২০১৮ সালের ৫ মে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামসুল আরিফের বরাবর একটি আবেদন করেন। অথচ আজ অবধি ইউএনওর সুপারিশ বা অনুরোধের গুরুত্ব দেননি চেয়ারম্যান সাহেব, এমনকি ১০ টাকা কেজি দরের চালের সুযোগ থেকেও বঞ্চিত ছলেমা বেগম।
এ ব্যাপারে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তাকে ফোন করে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement