২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


একজন চিকিৎসক দিয়ে চলছে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স

-

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা চলছে একজন চিকিৎসক দিয়ে।
গত বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, লাইন ধরে রোগীরা সেবা নেয়ার জন্য অপেক্ষা করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ছিদ্দিকুর রহমান রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
ডা: ছিদ্দিকুর রহমান বলেন, কাউখালী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন মেডিক্যাল অফিসারের পদ থাকলেও বর্তমানে আমি একা আছি। পাঁচজন ইউনিয়ন মেডিক্যাল অফিসার থাকলেও একজন মেডিক্যাল অফিসার আছেন তিনিও ঢাকায় প্রশিক্ষণে আছেন।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ডাক্তার এসে আবার চলে যান। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের সেবা দেয়া আমার একার পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তা ছাড়া প্রশাসনিক কাজকর্মও আমাকে দেখতে হয়। সব মিলিয়ে রোগীদের আশানুরূপ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। অনেক রোগীর পাশের উপজেলা রাজাপুর, পিরোজপুর সদর, নেছারাবাদ উপজেলায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।


আরো সংবাদ



premium cement