৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পলাশে ফসলিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি প্রভাবশালী ভাটামালিকদের কাছে অসহায় গ্রামবাসী

-

বসতভিটার কিছু দূরেই ফসলিজমি। ধানক্ষেতে সবুজের সমারোহ। ধান ছাড়াও পুঁইশাক, ধঞ্চে ডাঁটা, সরিষা, লাউ, কুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ। এসব ক্ষেতের পাশেই অনেক জমি ১০ থেকে ১২ ফুট নিচু। সেখান থেকে যন্ত্র দিয়ে প্রকাশ্য দিনদুপুরে জোর করে মাটি কেটে নেয়া হয়েছে। এই চিত্র নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর ও বিরিন্দা গ্রামের।
গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল নিরীহ মানুষের ফসলিজমি থেকে প্রকাশ্যে জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ডাঙ্গার কাজৈর গ্রামের বসতভিটার পাশে ৩০০ বিঘা জমি রয়েছে। ইতোমধ্যে ১৩টি স্পট থেকে প্রায় ৫০ বিঘা জমির মাটি কেটে নেয়া হয়েছে। জমির মালিকদের অনুমতি না নিয়ে জোরজবরদস্তি করে মাটি কাটা হচ্ছে। প্রতিবাদ করলে মারধর ও হয়রানির শিকার হচ্ছে গ্রামবাসী।
কাজৈর গ্রামের ফসলিজমি ঘুরে দেখা যায়, এক-একটি জমিতে তিন থেকে চারটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। কয়েক মিনিট পরপর এক একটি ট্রলি ভরে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটাগুলোতে। জয়নাল নামে এক ভেকু চালকের সাথে কথা বললে তিনি জানান, এক সপ্তাহ যাবৎ তিনি এখান থেকে মাটি কাটছেন। প্রতিদিন শতাধিক ট্রলি ভরে পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কাটার বিষয়ে তিনি জানান, ইটভাটার মালিক এসব জমি কৃষকদের কাছ থেকে কিনে নিয়েছেন। মালিকদের কথায় তারা এখান থেকে মাটি কাটছেন। অপর দিকে ডাঙ্গার বিরিন্দা গ্রামে জসিম মিয়া ও লাট মিয়া নামে দুই মাটি ব্যবসায়ী গ্রামের প্রায় তিন বিঘা ফসলিজমিতে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এ বিষয়ে জসিম মিয়ার সাথে কথা বললে তিনি জানান, কৃষকরা এই জমিতে ফসল ফলাতে না পেরে তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাই তারা জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। জমি থেকে পাঁচ থেকে ছয় ফুট খনন করে মাটি সংগ্রহ করবেন বলে তিনি জানান। এদিকে স্থানীয় কৃষকরা জানান, ফসলিজমির মাটি তারা বিক্রি করেননি। প্রভাবশালীরা জোরপূর্বক তাদের জমির মাটি কাটছেন। জমির মধ্যখানে গভীর খনন করে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ভেঙে যাচ্ছে। যে কারণে অনেকই বাধ্য হয়ে ভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করছেন। তারা এলাকার প্রভাশালী বলে কেউ তাদের বাধা দিতে সাহস পাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করছেন।
কাজৈর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম নামের ব্যক্তি জানান, সড়কপথে ট্রলি দিয়ে ইটভাটার মাটি আনা-নেয়ার ফলে গ্রামের অনেক রাস্তা ভেঙে গেছে। এছাড়া ধুলায় আশপাশের ঘরবাড়ি ও সবজিবাগানও ব্যাপক ক্ষতি হচ্ছে। কিছু বললেই ইটভাটার মালিকরা হুমকি দেন। তাদের কাছে সাধারণ গ্রামবাসী অনেকটা জিম্মি অবস্থায় রয়েছেন।
এদিকে ডাঙ্গার ইউনিয়নের ইটভাটাগুলোর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, শুধু এই ইউনিয়নে ছোটবড় মিলিয়ে ১৮ থেকে ২০টি ইটের ভাটা রয়েছে। বেশির ভাগ ইটভাটা ফসলিজমিতে অবস্থিত। এর মধ্যে কোনোটিরও পরিবেশ ও কৃষি অফিসের ছাড়পত্র নেই। ডাঙ্গার ৪ নম্বর ওয়ার্ডের কাজৈর গ্রামের ফসলিজমির ওপর থ্রি সেভেন নামে একটি বিশাল ইটভাটা রয়েছে। এই ইভাটার পাশেই রয়েছে সরিষা ক্ষেত। কয়েক দিন যাবত এই ইটভাটায় মাটি আনা-নেয়ার কারণে সরিষা ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ভাটার মালিক জালাল হোসেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য।
জালাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ব্যবসা করলে একটু আধটু ক্ষতি হবেই। এটা কোনো সমস্যা নয়। ফসলিজমি থেকে মাটি কাটার বিষয়ে তিনি জানান, ইউনিয়নের প্রতিটি ইটভাটার মালিক ফসলিজমির মাটি কিনছেন, তিনি কিনলে সমস্যা কি? কৃষকরা নিজেদের ইচ্ছাই মাটি বিক্রি করছেন। এখানে কেউ জোর করেনি।
এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবের উল হাই জানান, জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অত্যাধিক ইটভাটায় এলাকার ফসলিজমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির বিষয়টি তিনি স্বীকার করে বলেন, প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী বলেন, ফসলিজমি থেকে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬ দেশের বেসরকারি সৌর প্রকল্পে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন এডিবির কটিয়াদীতে কালের সাক্ষী ৫০০ বছরের কোটামন দিঘি সখীপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ স্কুল-মাদরাসার ছুটি বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকছে রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির

সকল