২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কিশোরগঞ্জ-১ এ সাড়া ফেলেছেন রাষ্ট্রপতিপুত্র তুহিন

-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের হেসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কিশোরগঞ্জের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক ও জনসভা করে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহাম্মেদ তুহিন। এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ইতঃপূর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নাম প্রকাশিত হলেও বর্তমানে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি নির্বাচন করতে পারবেন বলে মনে হচ্ছে না। তার ছোট ভাই ব্রি. জেনারেল (অব:) সাফায়াতুল ইসলাম গত ৪ নভেম্বর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে জানান, সৈয়দ আশরাফ তার মেয়েসহ কাউকেই চিনতে পারছেন না। তাই শারীরিক অসুস্থতার কারণে সৈয়দ আশরাফের নির্বাচন না করার বিষয়টি এক রকম নিশ্চিত। এর পর থেকে এ আসনে কে হবেন নৌকার কাণ্ডারি এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
রাসেল আহাম্মেদ তুহিন জানান, এ আসনের বর্তমান এমপি সৈয়দ আশরাফুল ইসলাম যদি নির্বাচনে না আসেন তবে তিনি এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। এ জন্য তিনি কিশোরগঞ্জ- হোসেনপুরের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে গণসংযোগ করে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন।


আরো সংবাদ



premium cement