২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জোরদার হচ্ছে রাশিয়া-পাকিস্তান সামরিক সম্পর্ক

জোরদার হচ্ছে রাশিয়া-পাকিস্তান সামরিক সম্পর্ক - সংগৃহীত

পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেবে রুশ সামরিক বাহিনী। মঙ্গলবার সই হওয়া দুই দেশের একটি চুক্তি অনুসারে, রুশ সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে পাকিস্তানি সেনারা প্রশিক্ষণ নিতে পারবেন।

পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ ফেডারেশনের ইনস্টিটিউটগুলোতে পাকিস্তানের সেনাদের প্রশিক্ষণের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

রুশ-পাকিস্তান যৌথ সামরিক পরামর্শমূলক কমিটির (জেএমসিসি) প্রথম বৈঠক শেষে এ চুক্তি সই হয়েছে।

চলতি বছরের শুরুতে পাকিস্তানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ মস্কো সফরকালে সামরিক সহযোগিতার জন্য একটি কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল অ্যালেক্সান্ডার ফোমিন ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) জামিরুল হাসান শাহ নিজ নিজ পক্ষের নেতৃত্ব দিয়েছেন।

আলোচনার সময় দুপক্ষই দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছে। ২০১৪ সালের নভেম্বরে দুই দেশে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করে। পরের বছর অক্টোবরে রাশিয়া ও পাকিস্তান সই করে সামরিক-প্রযুক্তি সহযোগিতা চুক্তি। এতে দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ ও অস্ত্র নির্মাণে সহযোগিতার কথা বলা হয়েছে।

গত তিন বছরে রাশিয়া পাকিস্তানকে চারটি এমআই-৩৫এম যুদ্ধবিমান ও কার্গো হেলিকপ্টার সরবরাহ করেছে। বন্ধুত্ব শিরোনামে দুই দেশ যৌথ মহড়ারও আয়োজন করেছে।

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে কিনছেই যুদ্ধজাহাজ
আনাদুলো এজেন্সি, ০২ জুন ২০১৮

পাকিস্তান চীন থেকে দুটি যুদ্ধ জাহাজ ক্রয় করতে যাচ্ছে। শুক্রবার পাকিস্তানের নৌবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়।বাহিনীটি আশা প্রকাশ করে বলেন, এই যুদ্ধ জাহাজ ক্রয় করার মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক নিরাপত্তা বন্ধন জোড়ালো হবে।


চায়না শিপিং ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের প্রতিরক্ষা প্রোডাকশন মন্ত্রণালয়ের মধ্যকার এ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এ চুক্তি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।     

সূত্রের বরাতে বলা হয়, এ যুদ্ধজাহাজ ক্রয় করার মাধ্যমে পাকিস্তানের নৌবাহিনী আরোও শক্তিশালী হবে এবং তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পাবে।    

পর্যবেক্ষকদের মতে, ভারতকে চাপে রাখতেই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ কিনছে পাকিস্তান। এর মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ফের বৃদ্ধি পেতে পারে মন্তব্য করেছেন তারা। তবে এই যুদ্ধজাহাজ পাকিস্তান নৌবাহিনীর আলাদা শক্তি যোগান দেবে তাতে কোন সন্দেহ নেই।   

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল