২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মালয়েশীয় সীমান্তের কাছে নৌডুবিতে ৭ জনের প্রাণহানি

মালয়েশীয় সীমান্তের কাছে নৌডুবিতে ৭ জনের প্রাণহানি - ছবি : সংগৃহীত

মালয়েশীয় সীমান্তের কাছের জলসীমায় উপকূল রক্ষীরা তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। তারা বলছে, গত ৩০ জুলাই ১৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে তারা অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে।
উপকূল রক্ষীরা বলছে, দুর্ঘটনায় সাতজন ডুবে গেছে এবং আটজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কেবলমাত্র একজন প্রাণে বেঁচে গেছে। খবর সিনহুয়ার।
উপকূল রক্ষীদের মুখপাত্র ক্যাপ্টেন আর্মান্ড বালিলো বলেল, ‘নৌ-ডুবির ঘটনায় এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার দল পাঠানো হয়েছে। তারা সকলে তাবি-তাবির বাসিন্দা।’
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি জানান, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সিতাংকাই তাবি তাবি এলাকা থেকে মালয়েশিয়ার সেম্পর্নাহ সাবাহ এলাকায় যাওয়ার সময় সুমুদ্রের ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
খবরে বলা হয়, স্থানীয় জেলেরা সিতাংকাই রিফ থেকে সাতটি লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement