০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মাদরাসা শিক্ষাকে বিজ্ঞান-প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলার পরামর্শ চসিক মেয়রের

-

মাদরাসা শিক্ষাকে বর্তমান যুগের বিজ্ঞান-প্রযুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি প্রভৃতির সমন্বয়ে কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা-বিশ্লেষণ এবং গবেষণার ক্ষেত্র হিসেবে তৈরি করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র বলেন, মাদরাসা শিক্ষার আরো আধুনিকায়ন জরুরি। বর্তমান সরকার মাদরাসা ও ইসলামী শিক্ষা বিস্তারে বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত মঙ্গলবার সকালে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা চট্টগ্রাম শাখার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশিদুল ইসলাম, ড. আবুল বোরহান, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন, মোহাম্মদ কুতুব উদ্দীন প্রমুখ। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

 


আরো সংবাদ



premium cement