২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রে মুসলিম বলে বিমান থেকে নামিয়ে দেয়া হলো দুই যুবককে

যুক্তরাষ্ট্রে মুসলিম বলে বিমান থেকে নামিয়ে দেয়া হলো দুই যুবককে - ছবি : সংগ্রহ

মুসলিম বলে বিমান থেকে নামিয়ে দেয়া হলো দুই যুবককে। ওই দুই যুবকের নাম আদেররাউফ আলখাওয়ালদেহ ও ইসাম আবদুল্লাহের। জানা গেছে, তারা দুজনেই টেক্সাসের ডালাসের বাসিন্দা। ঘটনার দিন তারা বাড়ি ফিরছিলেন।

আদেররাউফ আলখাওয়ালদেহ ও ইসাম আবদুল্লাহর অভিযোগ, তারা মুসলিম বলে বিমান থেকে তাদের নামিয়ে দেয়া হয়। তাদের জানানো হয়ে ছিল, ক্রু সদস্য ও অন্যান্য যাত্রী তাদের সঙ্গে যাত্রা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। আবদুল্লাহ জানিয়েছেন, ‘এই দিনটি তার জীবনে সবচেয়ে অপমানজনক’।

বিষয়টি নিয়ে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেছে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর– বার্মিংহাম থেকে ডালাসে যাওয়ার জন্য ওই দুই মুসলিম যুবক টিকিট বুক করে ছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের আওতাধীন মিসা এয়ারলাইন্স নামে একটি আঞ্চলিক সংস্থা রয়েছে। সেই সংস্থার বিমানে তারা আলাদাভাবেই যাত্রা করছিলেন। বিমানে চাপার সময় একে অপরকে চিনতে পেরে দূর থেকে হাত দেখান। সেটাই হয়ে যায় কাল।

এরপরেই বিমানের ঘোষিকা জানান, ওই বিমানের সময় পিছিয়ে দেয়া হয়েছে। তখন আবদুল্লাহ শৌচালয়ে গিয়েছিলেন। আবদুল্লাহ দেখেন, দরজার বাইরে দাঁড়িয়ে এক বিমান সেবিকা আড়ি পাতচ্ছেন।

এরপর বিমানের ক্রু সদস্যরা যাত্রীদের জানান, বিমানটি বাতিল হয়ে গেছে এবং তাদের বিমান থেকে নামতে হবে। আলখাওয়ালদেহ জানান, ‘এক বিমান সেবিকা তখনই এক যাত্রীর কানে ফিসফিস করে বলেন যে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।’

বিমান থেকে নামার পর সাদা পোশাকে একজন এফবিআই এজেন্ট তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে তার নাম ও কাজের বিষয়ে জানতে চান। দীর্ঘক্ষণ তাদের জিনিস পথে তল্লাশি চালান।

কী কারণে এমনভাবে তল্লাশি চালানো হচ্ছে? এবিষয়ে আবদুল্লাহ জিজ্ঞাসা করলে ওই এজেন্ট জানান, বিমানের ক্রু সদস্যরা পুলিশে খবর দিয়ে ছিল। তার সঙ্গে যাত্রা করতে ত্রু« সদস্যরা ভরসা পাচ্ছেন না। ওই এজেন্ট আরও বলেন, ক্রু সদস্যদের দাবি ছিল, সেখানে গিয়ে আবদুল্লাহ দু’বার বাথরুমে ফ্ল্যাস করেছেন। তাতে তাদের মনে সন্দেহ দানা বেঁধেছে।

আবদুল্লাহ বলেছেন, মুসলিম হওয়ার কারণেই তাকে এমন পক্ষপাতমূলক আচরণের সম্মূখীন হতে হয়েছে। আমরা সকলকেই ইতিবাচক পরিষেবা দেয়ার চেষ্টা করে থাকি। বিষয়টির অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এর আগেও এই বিমান সংস্থার বিরুদ্ধে এমন ধরণের অভিযোগ রয়েছে।
সূত্র : পূবের কলম


আরো সংবাদ



premium cement
দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত মুরাদনগরে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচের ইসলাম গ্রহণ ইরাকে সমাকামিতার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড

সকল