০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে মাইকেল

-

হারিকেন মাইকেলের ভয়াবহতার পূর্বাভাসে ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। ক্যাটাগরি তিন মাত্রার এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসে প্রাণহানি ও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়া হয়েছে। বুধবার এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। খবর এএফপি’র।

এই পূর্বাভাসের মুখে গভর্নর রিক স্কটের অফিস থেকে উপকূলীয় কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ফ্লোরিডার গভর্নর বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত বাড়িঘর তৈরি করে দিতে পারবো, কিন্তু জীবন ফিরিয়ে দিতে পারবো না।’

সোমবার বিকেল থেকে মাইকেলের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে। প্রায় ৩৫টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) থেকে জানানো হয়, ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে মাইকেল জীবনের জন্য হুমকি হতে পারে। এর প্রভাবে বয়ে যেতে পারে তীব্র বেগে বাতাস, প্রবল বর্ষণে বন্যার সৃষ্টি এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে।


আরো সংবাদ



premium cement