২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

-

কারাবন্দী বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারর্পাসন তারেক রহমান উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহাররে দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছে যুক্তরাজ্য যুবদল।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধনে প্রতীকী কারাগারে খালদো জিয়ার অনুকরণে এক মহিলা কর্মীকে বন্দী করে রাখতে দেখা যায়।

এসময় যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের জন্য ব্রিটিশ এমপিদের সহায়তা কামনা করনে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল হোসনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে র‌্যালী করে কমনওয়েলথ হেড কোয়ার্টার অফিসের সামনে যায় নেতাকর্মীরা।

এসময় তারা লন্ডনের কমনওয়লেথ সেক্রেটারিয়েটের বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ দাবী করেন এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।

সমাবেশে যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবীতে আমরা ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের কাছে অনুরোধ করবো তারা যেনো বাংলাদেশের সরকারকে চাপ দেয়। আমরা চাই দেশে গণতন্ত্র ফেরৎ আসুক এবং মানুষ তার অধিকার যেনো ফিরে পায়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী কয়সর এম আহমেদ, গোলাম রব্বানী সোহেল, মোঃ তাজুল ইসলাম, আহসানুল আম্বিয়া শোভন, আব্দুল সাত্তার, আবেদ রাজা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ রাজ, নুরূল আফসার, জাহিদ হোসেন, মোঃ আজিজুল হক, ফজলে রহমান পিনাক, রবিউল হক, মনোয়ার হোসেইন ময়না, ছায়েদ মিয়া, মুহাম্মাদ মাসউদ বিন ফরিদ, আরিফুর রহমান খান, আব্দুস সামাদ, মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূইয়া, মোঃ সালেক উদ্দিন, আনিসুর রহমান, সোয়েব আহমেদ, ছাব্বির আহমেদ মিলাদ, মাহমুদুল হাসান, মোঃ সাকোয়াত হোসেন, তারেক আলিম, কাজী মোঃ নুরুজ্জামান, মোহাম্মদ তারেকুল ইসলাম, আলী শাহজাদা, সাইফুল ইসলাম, মোঃ আলি শিপন, জাহাঙ্গীর হোসেন,সালেহ আহমেদ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, সেলিম আহমেদ, মোঃ রমজান সরদার রেজা, নুমান হোসেন, আব্দুল ওয়ালি শামিম, তাওসিফ রেজা খান শিপু, মোঃ তোফাজ্জুল হোসেইন, মোঃ মতিউর রহমান, বশির উদ্দিন, শিপুল, আজিজুল হক, মুস্তাক মুল্লাহ , আব্দুল মুকিত, সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম ভুইয়া সুমন, রেজুয়ানুর রহমান খান সুহিন, মোঃ মাহাবুবুর রহমান, রাসেল আহমেদ, মোহাম্মদ আবু তালেব, কামাল হোসেইন, এম কে আই শামিম, রাজিব চক্রবর্তী, মোঃ তালুকদার সুমন, মজির উদ্দিন, আছাব আলী, মোঃ সাইফুর রহমান, মোঃ সৈয়দ জামিল আহমেদ, মোঃ ইসলাম উদ্দিন, কবির উদ্দিন, আহসান হাবিব, আমিনুল হক, ফজলু মিয়া, রিপন মিয়া, আব্দুল জলিল, রুমেল আহমেদ, আব্দুল কাইয়ুম, ময়নুল হোসেইন কামিল, শাহাজান মিয়া, মোঃ আবু হামজা, হোসেইন আহমেদ, সরদার শুভ আহমেদ, মোঃ মাহফুজুর ইসলাম খান, মোঃ আল আমিন, হোসাইন আহমেদ, কাজি সাজ্জাদ হোসেইন, মোঃ ফয়সল আহমেদ, মোঃ আব্দুল কবির, মোঃ জাহাঙ্গীর আলম, কবির আহমেদ, আশরাফুল ইসলাম ,সামসুল হুদা, মিলন আহমেদ, জাহাঙ্গীর করিম, সালে আহমেদ রনি, নুর মিয়া, তালাশ আহমেদ, আশিকুল ইসলাম, মোঃ শাহসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement