০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে একটিতে বিএনপি ও আরেকটিতে আ’লীগের প্রার্থী বিজয়ী

মো: সুফি মিয়া ও মো: আব্দুর রশিদ - ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো: সুফি মিয়া (ধানের শীষ) ও ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: আব্দুর রশিদ (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১নং মির্জাপুর ইউনিয়নের ধানের শীষের প্রার্থী মো: সুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ৬ হাজার ৪৬৬ ভোট।

অন্যদিকে, ভূনবীর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো: আব্দুর রশিদ ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো: কাওছার আহমেদ (অটোরিকশা) ৩ হাজার ১৫৪ ভোট পেয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

জানা যায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো: চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সুফিয়ান চৌধুরী মৃত্যুবরণ করায় পদগুলো শূন্য হয়। এতে ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন।


আরো সংবাদ



premium cement