১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে ট্রেন চলাচল শুরু

গাজীপুরে ট্রেন চলাচল শুরু - সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশনমাস্টার মো: হানিফ আলী জানান, দুপুর ১২টার দিকে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাকি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

তিনি আরো জানান, ১২টা ৫০ মিনিটের দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এর কিছু সময় পর একতা এক্সপ্রেস ঢাকা থেকে জয়দেবপুর স্টেশন হয়ে পঞ্চগড়ের উদ্দেশে যায়।

শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় দুর্ঘটনার পর ঢাকার সাথে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার হানিফ আলী ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মতিউর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো: সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কমিটি গঠনের কথা জানান।

তিনি বলেন, এ দুর্ঘটনায় কারো অবহেলা বা গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে।


আরো সংবাদ



premium cement