০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সিলেটে স্কুল থেকে দুই ছাত্রীর পলায়ন, ফাঁদ পেতে ঢাকায় উদ্ধার

-

সিলেট নগরী থেকে সোমবার স্বেচ্ছায় পালিয়ে যাওয়া নবম শ্রেণির দুই স্কুল ছাত্রীকে নানা কৌশলে পরদিন উদ্ধার করতে সক্ষম হয়েছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঢাকার তেজগাঁও থেকে তাদের উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মতো স্কুলে যেতে বাসা থেকে বের হয় নবম শ্রেণির দুই ছাত্রী। স্কুল ছুটির পর তারা বাসায় ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে উভয় ছাত্রীর অভিভাবক কোতোয়ালি থানায় এসে সাধারণ ডায়রি করেন। ঘটনাটি থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীকে অবহিত করা হলে তিনি নিজেই তদন্তে নামেন। দু'জন ছাত্রীর মধ্যে ১জন বাসায় ১টি চিঠি লিখে চলে যায়। চিঠিতে তাদের পারিবারিকভাবে শাসনের বিষয়টি উল্লেখ করে। তারা দু'জন একসাথে যাচ্ছে, কাউকে চিন্তা না করতে লিখে যায়। যাওয়ার সময় একজন ছাত্রী তার মোবাইল সেট নিয়ে গেলেও তা বন্ধ থাকে। মঙ্গলবার এক ছাত্রী তাদের এক বন্ধুকে ফোন দেয়। সেই বন্ধুকে খুঁজে বের করে পুলিশ। তাকে এনে তার মোবাইল কললিস্ট বের করে জানা যায়, দুই ছাত্রী ঢাকার তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় রয়েছে। তারা বাড়ীতে আসার জন্য ৫টি শর্ত দিলে সহকারী পুুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী নিজে উকিল সেজে সব শর্ত পূরণ করার আশ্বাস দেন।

মঙ্গলবার রাত অনুমান ৯টায় ফিরে আসার কথা বললেও তারা আবার আত্মগোপন করে। তখন সহকারী পুুলিশ কমিশনার নতুন ফাঁদ পেতে বিকাশে টাকা দেয়ার প্রস্তাব দেন তাদের দু'জনকে। রাত ১০টায় বিকাশে ১৪ হাজার টাকা পাঠানোর জন্য তারা একটি বিকাশ নাম্বার দেয়। বিকাশ নাম্বার পেয়েই তিনি বিকাশের এজেন্ট এর ঠিকানা সংগ্রহ করেন এবং তাদেরকে ওই এজেন্ট থেকে টাকা আনতে বলেন। এরই মধ্যে তেজগাঁও থানার পুলিশকে বিকাশ এজেন্টের ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়। বিকাশের টাকা আনতে এজেন্টের কাছে যাওয়া মাত্রই ছাত্রী দু'জনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। রাতেই এসআই দেবাশীষের নেতৃত্বে পুলিশের একটি দল তেজগাঁও থানা থেকে ছাত্রী দু’জনকে নিয়ে আসেন সিলেট কোতোয়ালি থানায়। পরে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে? গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু

সকল