০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সুনামগঞ্জে মরাখাল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

-

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে সাকোঁ পারাপারের সময় সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নির্মলা রানী দাস(৭৫)। তিনি হারিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত গোপেন্দ্র দাসের ন্ত্রী।
শুক্রবার বেলা ১১টায় পাশর্^বর্তী দিরাই উপজেলার চরন্নারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাশে মরাখালে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় জনগন ঘটনাটি প্রথমে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দিরাই ও শাল্লা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,ওসি তদন্ত দিলোয়ার হোসেন ও শাল্লা থানার অফিসার্স ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বৃদ্ধা চাকুয়া গ্রামের তার নিজ বাড়ি হতে সাঁেকা দিয়ে অন্যপাড়ায় যাওয়ার সময় সাকোঁ থেকে পানিতে পড়ে তলিয়ে যান। বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে ও মহিলার কোন সন্ধান বের করতে পারেননি। ফলে সকালে ঐ মহিলার লাশ
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার্স ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই বৃদ্ধা রানী ছেলে তাকে বলেছেন তার মা সাঁেকা পারাপারের সময় সাঁেকা থেকে পানিতে পরে মারা যান।
এ ব্যাপারে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার জানান,আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে দেখতে পাই আমার নির্বাচনী এলাকার গোপালপুরের পাশে মরাখালে একটি লাশ ভেসে আছে। আমি তাৎক্ষণিক দিরাই ও শাল্লা থানার অফিসার্স ইনচার্জদের খবর দিলে উনারা ও ঘটনাস্থলে আসেন এবং লাশটি সনাক্ত করা হয়। এই বৃদ্ধা বৃহস্পতিবার নিজ গ্রামের একপাড়া হতে অন্যপাড়াতে সাঁেকা দিয়ে পারাপারের সময় পানিতে পড়ে পানির নীচে তলিয়ে যান বলে জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান,মূলত এই মহিলার বাড়ি হচ্ছে শাল্লা থানায় তিনি বৃহস্পতিবার সাঁেকা পারাপারের সময় পানিতে পরে তুলিয়ে গিয়ে নিখোঁজ হন এবং পরবর্তীতে ¯্রােতের টানে লাশটি ভেসে আমার দিরাই থানার গোপালপুরের মরাখালে ভেসে আসে।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাট ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোঁর গাজীপুরে পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের অবস্থান লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত ঢাকায় এবার কোরবানির পশুর হাট ২২টি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি, বৃষ্টি থাকতে পারে ৭ দিন অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে একজন গ্রেফতার

সকল