২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে যা বললেন মমতা

- ছবি : হিন্দুস্তান টাইমস

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)। এ ঘটনায় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কিছু বলেননি। তিনি অপেক্ষা করছিলেন। যদি ইডি ছেড়ে দেয় অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু সেসব হয়নি। তাই এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর তারপরই গোটা দেশে ব্যাপক আওয়াজ উঠতে শুরু করেছে।

গ্রেফতার করা হয়েছে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে গ্রেফতার করা হয়েছে তাকে। ইডি গ্রেফতার করেছে আবগারি দুর্নীতি মামলায়। এই মামলায় তাকে নয় বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। একবারও তিনি হাজিরা দেননি। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই আর্জি খারিজ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাসভবনে এসে দু’‌ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ফুঁসে উঠেছে আপসহ বিরোধী দলগুলো। এই নিয়ে পথে নামতেই দিল্লি পুলিশের হাতে আটক হন মন্ত্রী অতিশি এবং সৌরভ ভরদ্বাজ। গোটা বিষয়টি নিয়ে কড়া ভাষায় নিজের বক্তব্য পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিকে এই ঘটনা নিয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কিছু বলেননি। তিনি অপেক্ষা করছিলেন। যদি ইডি ছেড়ে দেয় অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু সেসব হয়নি। তাই এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর তারপরই গোটা দেশে ব্যাপক আওয়াজ উঠতে শুরু করেছে। এখন জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার সাথে যুক্ত হলো মমতা ব্যানার্জির গর্জন। নিজের এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় তিনি লিখেছেন, ‘‌আমি তীব্রভাবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। দিল্লির জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী উনি। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি সুনীতা কেজরিওয়ালের সাথে। অটুট সমর্থন এবং সমবেদনা জানিয়েছি। এটা অত্যন্ত আপত্তিকর একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিশানা করে গ্রেফতার করা হচ্ছে। ইডি–সিবিআইকে অসৎ আচরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।’‌

অন্যদিকে বাংলায় ইডি–সিবিআই অনেককেই নানা মামলায় গ্রেফতার করেছে। যদিও এখনও কাউকে দোষী সাব্যস্ত করেনি আদালত। আজ শুক্রবারও ইডি বীরভূমে এসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয়। আর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখন তল্লাশি চালিয়ে যাচ্ছেন আয়কর দফতর। সুতরাং বিজেপি বিরোধী দলগুলোর সরকারকে কালিমালিপ্ত করতে ইডি–সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে আগেও অভিযোগ তুলেছিলেন মমতা ব্যানার্জি। এবার তুললেন। তার কথায়, ‘‌বিজেপির বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের সাথেই এটা ধারাবাহিকভাবে করা হচ্ছে। এটা গণতন্ত্রের উপর নির্লজ্জ হামলা।’‌

এই ঘটনা নিয়ে প্রতিবাদের পাশাপাশি বড় পদক্ষেপও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌আজ আমাদের ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে দেখা করে কড়া আপত্তি তুলে ধরা হবে। ইচ্ছাকৃতভাবে নিশানা করে বিরোধী দলগুলির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর করা রয়েছে। আমি সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এবং নাদিমুল হককে দায়িত্ব দিয়েছি নির্বাচন কমিশনের সাথে জরুরি বৈঠক করতে।’‌ এখন দেখার এর শেষ কোথায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক মিরসরাইয়ে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিলো ভারতীয় হাইকোর্ট গাজা যুদ্ধে ব্যর্থতা : পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান কুষ্টিয়াতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত

সকল