৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ভারতে মন্দির সংলগ্ন এলাকা থেকে মোঘল আমলের মুদ্রা উদ্ধার

ভারতে মন্দির সংলগ্ন এলাকা থেকে মোঘল আমলের মুদ্রা উদ্ধার - ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের একটি মন্দির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মোঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা। মন্দিরের চারদিকে দেয়াল তৈরির কাজ চলার সময় মুদ্রাগুলো উদ্ধার হয়।

রোববার রাতে দেয়ালের গাঁথুনির জন্য মাটি খুঁড়তে গিয়ে চমকে যান সেখানকার কয়েকজন কর্মী। ছোট ছোট মুদ্রা তাদের পায়ে লাগে। পরে মাটি খুঁড়তেই তারা সেখানে মোঘল আমলের মুদ্রা আবিষ্কার করেন।

ওই মন্দিরটির নাম সতীনাথ মন্দির। এটি উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের হুসেনপুর গ্রামে অবস্থিত।

জানা গেছে, এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে মুদ্রাগুলো উদ্ধার করেছে।

সেখানকার পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, প্রায় ৪০০টি মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলোতে আরবি হরফে কিছু লেখা আছে। তবে তাতে কী লেখা পুলিশ সুপার স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

মোঘল আমলে এই ধরনের মুদ্রা ব্যবহার করা হত বলে বিশেষজ্ঞরা বললেন। পুলিশের তরফ থেকে খবর দেয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগে। এই ঘটনায় স্থানীয় মহলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের ধারণা, মন্দিরের জমিতে গুপ্তধন পোঁতা ছিল। সূত্র : আজকাল ও পুবের কলম


আরো সংবাদ



premium cement